আজকের পত্রিকাআপনি দেখছেন ১১-০২-২০২০ তারিখে পত্রিকা

শিবচরে তালাবদ্ধ ফ্ল্যাটে তরুণীর গলিত লাশ

তদন্তে পিবিআই টিম

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
| খবর

 

মাদারীপুরের শিবচর পৌরসভার একটি তালাবদ্ধ ফ্ল্যাট বাসা থেকে এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জেলার শিবচর পৌরসভার ১নং ওয়ার্ডের গুয়াতলা এলাকার সৌদি প্রবাসী শহীদুল মজুমদারের বাড়ির নিচতলার ফ্ল্যাট থেকে এ লাশ উদ্ধার করা হয়। লাশ পচে গন্ধ বের হলে এ নিয়ে প্রতিবেশীদের মধ্যে জল্পনা শুরু হয়। অন্য ফ্ল্যাটের লোকজন বাড়িওয়ালার স্ত্রীকে বিষয়টি অবগত করলে তিনিও নিশ্চিত হন, নিচতলার তালাবদ্ধ ফ্ল্যাট থেকেই গন্ধ ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে স্থানীয়দের নিয়ে ওই ফ্ল্যাটের তালা ভেঙে ঘরে ঢুকতেই তরুণীর গলিত লাশ দেখতে পাওয়া যায়। পরে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে গলিত লাশটি উদ্ধার করে। অধিকতর তদন্তের জন্য পিবিআই গোপালগঞ্জ ইউনিটকে ডাকা হয়েছে। এ ছাড়া সহকারী পুলিশ সুপার আবির হোসেন, ওসি আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
বাড়িওয়ালার স্ত্রী জানান, ১৫ জানুয়ারির ছেলেমেয়েসহ এক নারী বাসাটি ভাড়া নেন। তখন তারা একটি নম্বরও দেন। বারবার এনআইডি কার্ড চাইলেও তারা তা দেবেন বলে জানান। এরপর তিন চার দিন ওই নারী ও কন্যাশিশুটি বাসায়ই ছিল। পরে বাসাটি তালা মারা অবস্থায় দেখা যায়। বারবার ফোন করলে তারা বলে আসছি। গত কয়েকদিন নম্বরটি বন্ধ পাওয়া যায়। শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন বলেন, তরুণী ও বাসার ভাড়াটিয়াদের সন্ধান চলছে। অধিকতর তদন্তের জন্য পিবিআই গোপালগঞ্জ ইউনিটকে ডাকা হয়েছে।