১০ বছরের শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধ শাহজাহান রাঢ়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা; অনাদায়ে আরও তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ সোমবার এ দণ্ডাদেশ দেন।
রায় ঘোষণার পর শাহজাহান রাঢ়ীকে আদালত থেকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব ইয়াবাগ গ্রামের মৃত সৈয়দ জামালের ছেলে। ধর্ষিতা শিশুটিও একই গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৩ মার্চ ১০ বছরের শিশুকে ধর্ষণ করে শাহজাহান রাঢ়ী। ইয়ারবাগ গ্রামে তার একটি মাছের ঘের রয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় শিশুটি মাছের ঘেরে শুকানো কাপড় আনতে গেলে আখ ক্ষেতের মধ্যে নিয়ে ধর্ষণ করা হয়। তখন শাহজাহান রাঢ়ীর বয়স ছিল ৫০ বছর।
এ ঘটনায় একই বছরের ৭ মার্চ শিশুটির মা নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন আইনে মামলা করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১০ সালের ১৫ মে মেহেন্দিগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক আবদুল মালেক মামলার চার্জশিট দেন। আদালতে ছয়জনের সাক্ষ্য গ্রহণে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহজাহান রাঢ়ীকে উল্লিখিত দণ্ড দেওয়া হয়।