আজকের পত্রিকাআপনি দেখছেন ১১-০২-২০২০ তারিখে পত্রিকা

মেঘ এখনও বাবা মায়ের কথা বলে

নিজস্ব প্রতিবেদক
| খবর

 

যখন বাবা-মায়ের কাছে নানা আবদার করার কথা শিশু মেঘের, তখনই তাদের হারিয়েছিল মেঘ। এখন সে ১৩ বছরের কিশোর। সবাই চান, সে যেন বাবা-মা হারানোর কষ্টের স্মৃতি ভুলে বেড়ে ওঠে। কিন্তু চাইলেই কি সব সম্ভব হয়। তার স্মৃতি থেকে মুছে যায় না মায়ের স্নেহ, বাবার আদর। মা-বাবা হারানোর ব্যথা জেগে উঠতে চায় তার কিশোর হৃদয়ে। কিন্তু সে অদম্য। জীবন এত কিছু কেড়ে নেওয়ার পরও নতুন স্বপ্নে এগিয়ে যাবে মেঘ। 
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনীর ছেলে মেঘ বেড়ে উঠছে। তার মা-বাবা যখন খুন হন, তখন সে ছিল পাঁচ বছরের। এরই মধ্যে আট বছর পার হয়েছে। মেঘ এখন ১৩ বছরের কিশোর। রাজধানীর ইন্দিরা রোডে নানার বাসায় মামার সঙ্গে থাকছে সে। গুলশানের একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। চিকিৎসকরে পরামর্শ, স্বজনরা যেন মেঘকে মা-বাবার স্মৃতি আঁকড়ে থাকতে না দেন; যেন তাকে ভুলিয়ে রাখেন দুঃসহ অতীতের স্মৃতি। কিন্তু মেঘ এখনও প্রায়ই মা-বাবার কথা বলে!