আজকের পত্রিকাআপনি দেখছেন ১১-০২-২০২০ তারিখে পত্রিকা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সারোয়ার রিমান্ডে

চট্টগ্রাম ব্যুরো
| শেষ পাতা

অস্ত্র আইনে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সারোয়ার হোসেনকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান জানান, সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

শনিবার সকাল সাড়ে ১০টায় দেশে ফিরেই রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন সারোয়ার। এরপর তার বাড়ি থেকে একটি একে ২২ রাইফেল, ৩০ রাউন্ড গুলি, দুটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। নগরীর বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, রোববার ভোরে বায়েজিদ বোস্তামী থানার খোন্দকারাবাদে আবদুল কাদেরের বাড়ির উত্তর পাশে মাটির নিচ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তিনি বলেন, শনিবার গভীর 
রাতে সারোয়ারকে চট্টগ্রাম আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তার বাড়িতে থাকা অস্ত্রের সন্ধান দেন তিনি। মাটির নিচ থেকে একটি একে ২২ রাইফেল, ৩০ রাউন্ড গুলি, দুটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ওই মামলায় সারোয়ারকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন জানানো হয়।