আজকের পত্রিকাআপনি দেখছেন ১১-০২-২০২০ তারিখে পত্রিকা

অ ন্য র ক ম

ডায়েট করছে প্যাঁচা!

আলোকিত ডেস্ক
| শেষ পাতা

অতিরিক্ত ওজন কমাতে এবার ডায়েটিং শুরু করেছে এক প্যাঁচা! সম্প্রতি যুক্তরাজ্যে রাস্তার ধারে খালে আটকেপড়া একটি প্যাঁচা উদ্ধার করা হয়। এটির বয়স বেশি নয়। এরই মধ্যে এমন দশাসই চেহারা হয়েছে, উড়তে পারছে না। যুক্তরাজ্যের সুফোক আউল সেঞ্চুয়ারিতে প্যাঁচাটির জায়গা হয়েছে। অতিরিক্ত ওজনের কারণে উড়তে পারে না এটি। এক জায়গায় সারা দিন ঘাড় গুঁজে বসে থাকে। বন্যপ্রাণী সংরক্ষণকারীরা প্যাঁচাটির বাড়তি ওজন কমাতে চেষ্টা শুরু করেছেন। কড়া ডায়েট রাখা হয়েছে প্যাঁচাটিকে। নিয়ম নেমে খাবার দেওয়া হচ্ছে। কোনোরকম বাড়তি খাবার দেওয়া হচ্ছে না। ২২৫ গ্রাম ওজন প্যাঁচাটির। যার জেরে উড়তে পারছে না সে। প্রথমে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের প্রতিনিধিরা মনে করেছিলেন, কোথাও আঘাত লেগেছে তার কারণে প্যাঁচাটি হয়তো উড়তে পারছে না। কিন্তু পরে দেখা যায়, ওজন বেশি হওয়ায় এটি উড়তে পারছে না। এক সপ্তাহের কড়া ডায়েটে অনেকটাই মেদ ঝড়েছে প্যাঁচাটির। এভাবে নিয়ম নেমে খাওয়া-দাওয়া করলে খুব শিগগির প্যাঁচাটি উড়তে পারবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছোট্ট প্যাঁচাটি জনপ্রিয়কা কুড়িয়ে নিয়েছে। ওয়ান ইন্ডিয়া