আজকের পত্রিকাআপনি দেখছেন ১১-০২-২০২০ তারিখে পত্রিকা

নতুন নিয়োগ দিনাজপুরে যোগ দেবেন ৭৯০ সহকারী শিক্ষক

দিনাজপুর প্রতিনিধি
| শেষ পাতা

দিনাজপুরের ১৩ উপজেলায় ৭৯০ সহকারী শিক্ষক নতুন নিয়োগ পেয়ে ১৬ ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে যোগদান করবেন। দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী জানান, ১৩ উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ৭৯০ সহকারী শিক্ষক প্রাইমারি স্কুলে ১৬ ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে যোগদান করবেন। 
তিনি জানান, কাহারোল উপজেলায় ৬১, খানসামায় ৩৮, ঘোড়াঘাটে ২৫, চিরিরবন্দরে ৬৩, দিনাজপুর সদরে ৪৩, নবাবগঞ্জে ৭৩, পার্বতীপুরে ১২৭, ফুলবাড়ীতে ৫৬, বিরলে ৬৩, বিরামপুরে ২৯, বীরগঞ্জে ১৩৮, বোচাগঞ্জে ৫৩ এবং হাকিমপুর উপজেলায় ২১ সহকারী শিক্ষক যোগদান করবেন।