রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে সোমবার দুপুরে বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি রংপুর পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক সাইদুল ইসলাম।
বর্ন অন টাইম প্রকল্পের সহযোগিতায় ও বেতগাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপ্টনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন প্রধান শিক্ষক ফকরুল বারী, এফপিআই রায়হান আলম, সহকারী শিক্ষক তাহিরুল ইসলাম, বিদ্যালয় কমিটির সভাপতি এনামুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ল্যাম্ব বর্ন অন টাইম প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর রংপুরে বউ-শাশুড়ি
শাহানা ইয়াসমিন। ল্যাম্ব বর্ন অন টাইম প্রকল্পের এফসি শফিকুল ইসলাম, কামরুজ্জামান ও কৃষ্ণ চন্দ্র রায়ের সার্বিক তদারকিতে মেলায় ইউনিয়নের বউ-শাশুড়ি, কিশোর-কিশোরী ও যুবক-যুবতীদের নিয়ে কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া মেলায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার, স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, বর্ন অন টাইম প্রকল্প, প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র স্টল দেওয়ার পাশাপাশি শিশুকে বুকের দুধ খাওয়ানোর স্টল দেওয়া হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।