আজকের পত্রিকাআপনি দেখছেন ১১-০২-২০২০ তারিখে পত্রিকা

রাজশাহীর পাবলিক প্লেসে ধূমপান বন্ধে কঠোর হচ্ছে প্রশাসন

রাজশাহী ব্যুরো
| শেষ পাতা

রাজশাহীর পাবলিক প্লেসে ধূমপান বন্ধে কঠোর হচ্ছে রাজশাহী জেলা প্রশাসন। পাবলিক প্লেসে যাতে কেউ ধূমপান করতে না পারে তার জন্য দ্রুত কার্যকর পদক্ষপে নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে সোমবার সকালে ‘শহরের পাবলিক প্লেসে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের বর্তমান অবস্থা’ শীর্ষক জরিপের ফল প্রকাশ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ধূমপান বন্ধে প্রথমে ক্যাম্পেইন পরিচালনা করেছি। তারপর কিছু কিছু স্কুলের পাশে তামাকপণ্য বিক্রি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছি। তিনি বলেন, রাজশাহীর সব সরকারি অফিস যাতে শতভাগ ধূমপানমুক্ত করা হয় সেজন্য প্রতিষ্ঠান প্রধানকে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করা হবে। এছাড়া 
জেলা প্রশাসনের পক্ষ থেকে ধূমপায়ীদের সতর্ক করতে নগরীর পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানবিরোধী স্টিকার লাগানো হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, রাজশাহী সিটি করপোরেশনের সচিব আবু হায়াত রহমতুল্লাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপপরিচালক জাফরুল্লাহ কাজল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপপরিচালক অপূর্ব অধিকারী, ডেপুটি সিভিল সার্জন ডা. আবদুল মতিন। 
শুভেচ্ছা বক্তব্য রাখেন এসিডির নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন এসিডির মিডিয়া ম্যানেজার আমজাদ হোসেন শিমুল।