আজকের পত্রিকাআপনি দেখছেন ১১-০২-২০২০ তারিখে পত্রিকা

‘ভোটারবিহীন রাষ্ট্রযন্ত্রের নির্বাচন এ দেশের জনগণ বিশ্বাস করে না’

বরিশাল ব্যুরো
| নগর মহানগর

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, বর্তমান ভোটারবিহীন সরকারের রাষ্ট্রযন্ত্রের নির্বাচন এ দেশের জনগণ আর বিশ্বাস করে না। তারা জনবান্ধব সরকার নয় বলেই দুর্নীতি প্রতিরোধ করতে পারছে না। তারা দুর্নীতিবিরোধী অভিযানের নামে দেশে নাটক করে প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় থাকার চেষ্টা করে যাচ্ছে। ভারতের সঙ্গে সরকারের স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হওয়ায় দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে।
শনিবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলসংলগ্ন বিএনপি কার্যালয় চত্বরে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন মজিবর রহমান সরোয়ার। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, সৈয়দ আহসান কবীর হাসান, অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, মহানগর আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আকতার হোসেন মেবুল, মহানগর যুবদল সম্পাদক মাসুদ হাসান মামুন, জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব প্রমুখ।
একই কর্মসূচি পালনে অশ্বিনী কুমাল হল চত্বরে মহানগর বিএনপির আগে সমাবেশ করেছে দক্ষিণ জেলা বিএনপি। জেলার সভাপতি আলহাজ এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু, অ্যাডভোকেট আ. রশিদ খান, আলহাজ নুরুল আমিন, আনোয়ার হোসেন লাবু প্রমুখ।