নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেছেন, আজকে যে বাণীটি উচ্চারিত হচ্ছেÑ ভারত আমাদের বন্ধুরাষ্ট্র। ভারত এ দেশের জনগণের, বাঙালির বন্ধু নয়, ভারত আওয়ামী লীগের বন্ধু। ভারত যদি প্রকৃতই এ দেশের মানুষের বন্ধু হতো, এ রাষ্ট্রের বন্ধু হতো, তাহলে সীমান্ত হত্যার প্রশ্ন উঠত না। শনিবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সীমান্তে ভারত কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার বিরুদ্ধে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
রাব্বি আরও বলেন, আওয়ামী লীগ মনে করে, ভারত তাদের ক্ষমতায় টিকিয়ে রাখবে। সুতরাং, ভারতের বন্ধুত্ব দরকার। সরকারকে ক্ষমতায় টিকে থাকার জন্য শক্তি প্রয়োজন রয়েছে। এ দেশের মানুষ যেহেতু তাদের শক্তি নয়, মানুষের সমর্থন যেহেতু তার নাই, তাই শক্তি হিসেবে তারা ভারতকে মনে করে এবং ভারতের বিভিন্ন অন্যায় আবদার নীরবে মেনে নেয়। দেশবিরোধী, মানুষবিরোধী, রাষ্ট্রবিরোধী হলেও নিশ্চুপ থাকে, কোনো প্রতিবাদ করে না। একটি মর্যাদাশীল রাষ্ট্র এভাবে চলতে পারে না।
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজনের সভাপতিত্বে ও রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক মশিউর রহমান রিচার্ডের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথিন চক্রবর্তী, সিপিবি নরায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, প্রমুখ।