আজকের পত্রিকাআপনি দেখছেন ১১-০২-২০২০ তারিখে পত্রিকা

নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

বললেন কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
| নগর মহানগর

সবার জন্য নিরাপদ ও পুষ্টিমানসম্পন্ন খাদ্য নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তিন দিনব্যাপী ৯ম আন্তর্জাতিক প্ল্যান্ট টিস্যু কালচার অ্যান্ড বায়োটেকনোলজি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
সম্মেলনে খাদ্যমন্ত্রী বলেন, ক্রমেই বাড়তে থাকা জনসংখ্যার বিপরীতে ক্রমহ্রাসমান কৃষি জমির কথা মাথায় রেখে দেশে খাদ্য চাহিদা মেটাতে কৃষিতে জৈবপ্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত জাত উদ্ভাবনের জন্য জিন প্রযুক্তি ভূমিকা পালন করে আসছে। আর এ কাজটির পেছনে রয়েছে জৈবপ্রযুক্তির ছোঁয়া। কৃষিমন্ত্রী বলেন, লবণাক্ততা, খরা মোকাবিলা করে খাদ্য উৎপাদন, উদ্ভিদের বংশবিস্তার, রোগ নির্মূল এবং জীবদেহের রাসায়নিক রূপান্তরের ক্ষেত্রে এ প্রযুক্তি ও প্ল্যান্ট টিস্যু কালচার কৌশল বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর প্ল্যান্ট টিস্যু কালচার অ্যান্ড বায়োটেকনোলজির (বিএপিটিসিঅ্যান্ডবি) সভাপতি প্রফেসর ড. রাখা হরি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আখতারুজ্জামান সম্মেলনের উদ্বোধন করেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর প্ল্যান্ট টিস্যু কালচার অ্যান্ড বায়োটেকনোলজি (বিএপিটিসিঅ্যান্ডবি) আয়োজিত সম্মেলনে থিম পেপার উপস্থাপন করেন দিল্লির আইসিজিইবির ড. নরেন্দ্র তেটুজা।