আজকের পত্রিকাআপনি দেখছেন ১১-০২-২০২০ তারিখে পত্রিকা

বাস মালিক নেতা এনায়েতের চাঁদাবাজির অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক
| প্রথম পাতা

পরিবহন মালিক সমিতি ও আওয়ামী লীগের নেতা খন্দকার এনায়েত উল্লার বিরুদ্ধে ঢাকাসহ আশপাশের সড়কে চলা বাস থেকে প্রতিদিন ১ কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের বিষয়ে তথ্য চেয়ে অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মোহাম্মদ নূরুল হুদা সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে রাজধানী ও আশপাশের 
বিভিন্ন রুটে চলাচলকারী প্রায় ১৫ হাজার বাস থেকে দৈনিক ১ কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়সহ শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
অনুসন্ধানের স্বার্থে এনায়েত উল্লাহ, তার স্ত্রী নার্গিস সামসাদ, মেয়ে চাশমে জাহান নিশি ও ছেলে রিদওয়ানুল আশিক নিলয়ের নামে নিবন্ধিত যানবাহনের তথ্য অনুসন্ধান কর্মকর্তার কাছে পাঠাতে বলা হয়েছে। তবে ‘চাঁদাবাদিসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ’ অনুসন্ধানে দুদকের উদ্যোগকে ‘ষড়যন্ত্রমূলক’ হিসেবে বর্ণনা করেছেন এনায়েত। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ও পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতের মালিকানাধীন এনা পরিবহনের বাস ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করে। ১ অক্টোবর ‘বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য লীগ’ এর ব্যানারে সংবাদ সম্মেলন করে এনায়েতের বিরুদ্ধে ঢাকার পরিবহন থেকে ‘দৈনিক প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার চাঁদাবাজির’ অভিযোগ করেন সড়ক পরিবহন সমিতির সাবেক নেতা ইসমাইল হোসেন বাচ্চু। এর প্রতিবাদে গেল ২৭ অক্টোবর পাল্টা সংবাদ সম্মেলন করে এনায়েত বলেন, চাঁদাবাজির অভিযোগ মিথ্যা। ঢাকায় এত টাকা চাঁদাবাজি করার সুযোগ নেই। সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা উল্টো ইসমাইল হোসেন বাচ্চুকেই ‘চাঁদাবাজ’ আখ্যা দেন।