আজকের পত্রিকাআপনি দেখছেন ১১-০২-২০২০ তারিখে পত্রিকা

সংবাদ সংক্ষেপ

| দেশ

মতবিনিময় সভা 

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে প্রতিবন্ধী শিশুদের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানকল্পে সোমবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা হাবিবা ইয়াছমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান। আরও উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালটেন্ট ডা. মনিরা সুলতানা, জেলা পুলিশ বিশেষ শাখার ডিআইও-১ আজহারুল ইসলাম প্রমুখ।


কৃষক প্রশিক্ষণ 

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে সোমবার দক্ষ কৃষক গড়ে তোলার লক্ষ্যে মুগ ডাল চাষের ওপর দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজ উল্লাহ বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক আফতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঝালকাঠি জেলার উপপরিচালক ফজলুল হক, পিরোজপুর জেলার উপপরিচালক আবু হেনা মো. জাফর। 


প্রশিক্ষণ বর্জন 

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীসহ স্বাস্থ্যকর্মীরা হাম-রুবেলা (শিশু রোগবিষয়ক) প্রশিক্ষণ কর্মসূচি বর্জন করেছেন। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নকলা উপজেলায় কর্মরত স্বাস্থ্যকর্মীরা এ প্রশিক্ষণ কর্মসূচি বর্জন করেন। সোমবার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ প্রশিক্ষণের কথা ছিল। 


লিফলেট বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাতক্ষীরায় লিফলেট বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির আয়োজেনে সোমবার লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব চেয়ারম্যান আবদুল আলিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা অ্যাডভোকেট এখলেছুর বাচ্চু, শের আলী, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু প্রমুখ।


তরুণীর লাশ উদ্ধার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে আশুলিয়ার নতুন ডেন্ডাবর এলাকার আকাশ হোসেনের মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। সোমবার লাশ উদ্ধারের বিষয়ে নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম। নিহত চৈতি বগুড়ার শেরপুর সদর থানার পাকুরিয়া গ্রামের হাসমত আলীর মেয়ে ও আশুলিয়ার এসআর নামক একটি পোশাক কারখানায় অপারেটর ছিলেন।