মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কোনোরকম নোটিশ ছাড়া মুন্সীগঞ্জ জেলা পরিষদ কর্তৃক বিক্রমপুর নারী সমিতির প্রতিষ্ঠান বিনা নোটিশে গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সোমবার সকালে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে বিক্রমপুর নারী সমিতির আয়োজনে এ মানববন্ধনে অংশ নেন সংগঠনটির সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, মুন্সীগঞ্জ বিক্রমপুর নারী সমিতির সাধারণ সম্পাদক মাহমুদা আক্তারসহ সংগঠনের নারী নেত্রীরা। উল্লেখ্য, মুন্সীগঞ্জে রোববার সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ।