নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কুতুবপুর এলাকায় অবস্থিত দুটি কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ গ্যাসের সংযোগ দিয়ে অননুমোদিত যৌন উত্তেজক লায়ন ফুড শরবত এবং ভেজাল কয়েল তৈরির অপরাধে ১২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার সকাল ১০টায় ওই অভিযান চলে। গ্রেপ্তারকৃতরা হলেন সুমন মোল্লা, রকিবুল ইসলাম, ফয়সাল আহম্মেদ, মো. রাজু বেপারী, মো. খায়রুল আলম, হাবু বেপারী, রাকিব হোসাইন, আবদুর রহমান, আশরাফুল ইসলাম, তাহমীদ ইসলাম, আনোয়ার হোসেন ও রাশেদ গাজী। র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান তারা ভেজাল কয়েল উৎপাদন ও বাজারজাত করে আসছে।