আজকের পত্রিকাআপনি দেখছেন ১১-০২-২০২০ তারিখে পত্রিকা

শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
| দেশ

গাজীপুরের কালিয়াকৈরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে সোমবার দুই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন- আলোকিত বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে এক শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে সোমবার দুপুরে মানববন্ধন করেছে দুটি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। উপজেলার শাহবাজপুর এলাকার ওই স্কুলের সামনে এ মানববন্ধন করা হয়। কালিয়াকৈর উপজেলার শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল চন্দ্র দত্তের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে দুটি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। কালাচাঁদ মন্দিরে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে স্থানীয় উত্তম কুমার ঘোষ ও তার ছেলে মিল্টন ঘোষসহ তাদের সহযোগীরা ওই শিক্ষকের ওপর হামলা চালান।