জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, আদর্শ ও দেশপ্রেম শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে ফেনী সরকারি কলেজে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ফিতা কেটে কলেজের প্রশাসনিক ভবনের দোতলায় স্থাপিত কর্নারটি উদ্বোধন করেন সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। এ সময় জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, কলেজ অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদাররুল কবির রতন, ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জহির উদ্দিনসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল কান্তি পাল বলেন, এ কর্নারে এলে শিক্ষার্থীরা জাতির জনক সম্পর্কে বিশদ জানতে পারবে এবং তাকে নিয়ে লেখা বইগুলো পড়তে পারবে। বঙ্গবন্ধু কর্নার তরুণদের সঙ্গে জাতির জনকের পরিচয় ঘটাবে এবং তাকে জানতে সহায়তা করবে। বাস্তবায়নকারী প্রতিষ্ঠান নান্দনিকের প্রধান নির্বাহী কর্মকর্তা চিত্রশিল্পী তৌহিদ শিমুল জানান, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পালের উৎসাহে এখানে এ কর্নার প্রতিষ্ঠা করা হয়েছে।