ঢাকার সাভারে মরা গরুর মাংস বিক্রির দায়ে কাদের মিয়া নামে এক মাংস ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে অভিযান চালিয়ে মরা গরুর মাংসসহ তাকে আটক করা হয়। রোববার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের কাঁচাবাজারে কাদের মিয়ার মাংসের দোকানে এ অভিযান চালায় সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে মরা গরুর মাংস বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাদের মিয়ার মাংসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় মরা গরুর মাংসসহ কাদের মিয়াকে আটক করা হয়। স্থানীয়রা জানান, সকালে একটি অসুস্থ গরু দোকানে আনেন কাদের মিয়া। পরে ওই গরুটি মারা যায়। গরুটি অন্যত্র ফেলে দেওয়ার কথা বলে গোপনে জবাই করে মাংস বিক্রি শুরু করেন কাদের। বিষয়টি দেখে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দেন এক মাংস ক্রেতা। খবর পেয়ে অতিদ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। পরে হাতেনাতে কাদের মিয়াকে আটক করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এফএম সায়েদ বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে কাদের মিয়ার মাংসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় মরা গরুর মাংসসহ কাদের মিয়াকে আটক করা হয়। এ ঘটনার পর সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহফুজ ও হ্যাপী দাসের নেতৃত্বে ওই দিন শুরু হয় বিভিন্ন মাংসের দোকানে অভিযান। এ সময় স্বাস্থ্যপরীক্ষা ছাড়া গরুর মাংস বিক্রির দায়ে কয়েকটি মাংস দোকান ব্যবসায়ীকে জরিমানা করা হয়।