আজকের পত্রিকাআপনি দেখছেন ১১-০২-২০২০ তারিখে পত্রিকা

করিমগঞ্জে কলেজছাত্রী আত্মহত্যার প্ররোচনাকারীদের ফাঁসি দাবি

কিশোরগঞ্জ প্রতিনিধি
| দেশ

কিশোরগঞ্জের করিমগঞ্জে সোমবার আত্মহত্যায় প্ররোচনাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন- আলোকিত বাংলাদেশ

কিশোরগঞ্জের করিমগঞ্জের বিয়ের প্রলোভনে কলেজছাত্রী নাজমা আক্তার ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তৃতা করেন করিমগঞ্জ অগ্রদূত মহিলা উন্নয়ন সমিতির সভাপতি নারী নেত্রী চন্দ্রা রানী সরকার, শহীদ সন্তান জামিল আনসারি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লিমন, মেঘবর্ষা সমাজ কল্যাণ সমিতির সভাপতি ইউপি সদস্য আমিনুল হক মানিক, আওয়ামী লীগ আরজু মিয়া, ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক অপু প্রমুখ। করিমগঞ্জ উপজেলার নাজমা আক্তারের সঙ্গে পার্শ¦বর্তী  হাতিমারা গ্রামের রেনু মিয়ার ছেলে শরিফের চার বছর আগের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দিয়ে শরিফ নাজমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এ নিয়ে অনেক দেনদরবারের পর ৫ ফেব্রুয়ারি বুধবার প্রেমিক শরিফের সঙ্গে নাজমা আক্তারের বিয়ে হওয়ার কথা ছিল। শেষ পর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানানোর পর সন্ধ্যায় বাড়ির পেছনের কদমগাছের সঙ্গে ওড়না ঝুলিয়ে আত্মহত্যা করে কলেজছাত্রী নাজমা। এর আগে আত্মহত্যার জন্য প্রেমিক শরিফসহ কয়েকজনকে দায়ী করে কলেজছাত্রী নাজমা চিরকুট লিখে যান। চিরকুটে বিয়ের প্রলোভন দিয়ে শরিফ একাধিকবার ধর্ষণ ও গর্ভপাত করানোর কথা রয়েছে বলে জানা গেছে।