গুগল ম্যাপস চালু হয়েছিল ২০০৫ সালের ৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে গুগল ম্যাপের ইউজার ইন্টারফেইস বদলানো হচ্ছে। একই সঙ্গে বদলে যাচ্ছে অ্যাপের আইকন। এখন থেকে অ্যাপটির আইকনে পিনের ছবি দেখা যাবে।
বর্তমানে গুগল ম্যাপসে থাকা এক্সপ্লোর, কমিউট ও ফর ইউ ট্যাবগুলোতেও আসছে পরিবর্তন। নতুনভাবে যুক্ত হচ্ছে সেভড, কন্ট্রিবিউট ও আপডেটস নামের তিনটি অ্যাপ। সব মিলিয়ে ট্যাবের সংখ্যা দাঁড়াবে ৫টি। এর সঙ্গে যোগ হবে নতুন কিছু ফিচার। যেমন বাসে বা ট্রেনের তাপমাত্রা কতো তা জানা যাবে। এছাড়া গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে অ্যানিমেল গাইড। এআর-ভিত্তিক থ্রিডি ভিজ্যুয়াল ডাইরেকশন ফিচারটিতে একটি ককুর পথ দেখানোতে সাহায্য করবে। গন্তব্য নির্দিষ্ট করে দিলে কুকুরটি ডানে-বামে বা সোজা এগিয়ে পথ দেখিয়ে দেবে।
২০১৮ সালের মে মাসে অনুষ্ঠিত ডেভেলপার কনফারেন্সে গুগল ম্যাপে অ্যানিমেল গাইড সুবিধা যুক্ত করার ঘোষণা দেয় গুগল।