স্টার্টআপ ওয়ার্ল্ডকাপের বাংলাদেশ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে ‘গেজ টেকনোলজিস’। উদ্যোগটি সিলিকন ভ্যালিতে স্মার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০২০-এর চূড়ান্ত পর্বে এক মিলিয়ন ডলার বিনিয়োগ পুরস্কার লাভের জন্য লড়বে। এছাড়া উদ্যোগটি সংযুক্ত আরব আমিরাতে অ্যানুয়াল ইনভেস্টমেন্ট মিটিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার্সআপ নির্বাচিত হয়েছে যথাক্রমে ‘অল্টারইয়্যুথ’ ও ‘ট্রাক লাগবে?’ উদ্যোগ। এছাড়া চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে পোষাপেটস ও কুকআপস। সেরা ৫ স্টার্টআপকে সিলিকন ভ্যালিতে নিয়ে যাওয়া হবে ও অংশগ্রহণকারী সব স্টার্টআপ আইসিটি ডিভিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবে।
ঢাকার একটি হোটেলে ৮ ফেব্রুয়ারি দিনব্যাপী স্টার্টআপ ওয়ার্ল্ডকাপের বাংলাদেশ পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিকভাবে নির্বাচিত আট উদ্যোগ অংশ নেয়।
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০২০ বাংলাদেশে যৌথভাবে আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইসিটি ডিভিশন, ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব), ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) ও পাওয়ার্ড বাই ইজেনারেশন।
চূড়ান্ত পর্বে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পেগাসাস টেক ভেঞ্চারসের জেনারেল পার্টনার, ভিসিপিয়াব চেয়ারম্যান ও ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান, স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের চেয়ারম্যান, পেগাসাস টেক ভেঞ্চারসের জেনারেল পার্টনার ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস উজ্জামান, কুয়েস্ট ভেঞ্চারসের ব্যবস্থাপনা অংশীদার জেমস টান, ডেফটা পার্টনার্সের প্রিন্সিপাল মাসা ইসোনো, উইমেন ইন টেকের প্রতিষ্ঠাতা জেনি রিসকু ও ওপেনস্পেস ভেঞ্চারসের পরিচালক আয়ান সিকোরা প্রমুখ।