করোনা ভাইরাসে আক্রান্ত এক নারী সম্প্রতি একটি সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের শানজি প্রদেশে করোনা ভাইরাসে আক্রান্ত এক নারী সন্তান জন্ম দিলেও শিশুটি করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। সে এখনও সুস্থ। শিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, শিয়ান এলাকার একটি হাসপাতালে সোমবার ৩৩ বছর বয়সি ওই নারী এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। প্রাদেশিক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সেন্টার জানিয়েছে, ওই নবজাতকের প্রথম নিউক্লেয়িক এসিড টেস্ট করা হয়েছে। শিশুটির ক্ষেত্রে নভেল করোনা ভাইরাসের ফল নেতিবাচক এসেছে। অর্থাৎ শিশুটি করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। শিশুটিকে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। আগামী কয়েক দিনের মধ্যে তাকে আবারও পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।
ওই নারী এবং শিশুটিকে এরই মধ্যে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তাদের দুইজনের অবস্থাই স্থিতিশীল বলে জানানো হয়েছে। এদিকে বিশ্বস্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানায়, নিয়ন্ত্রণ করা না গেলে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসে বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষ আক্রান্ত হতে পারেন। এ সংক্রমণের হার ৬০ থেকে ৮০ শতাংশ হতে পারে। জেনেভায় বিশ্বস্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের এক সম্মেলনে যাওয়ার পথে লন্ডনে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক গ্যাব্রিয়েল লিং বলেন, বিশ্বের মোট জনসংখ্যা ৬০ শতাংশ হচ্ছে একটি ভয়াবহ সংখ্যা।
এদিকে চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। সোমবার একদিনে আরও ১০৮ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬ জন। ৩১ ডিসেম্বর প্রথমবার শনাক্ত হওয়ার পর থেকে এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড।
মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, সোমবার মধ্যরাত পর্যন্ত দেশটির মূল ভূখ-ে অন্তত ২ হাজার ৪৭৮ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬৩৮ জন। সোমবার মৃতদের মধ্যে ১০৩ জনই মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের এবং অন্তত ৬৭ জন সেখানকার রাজধানী শহর উহানের।