আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০২-২০২০ তারিখে পত্রিকা

‘বাইক বাহিনীর’ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো
| নগর মহানগর

রাজশাহীতে বাইক নিয়ে ছিনতাইয়ের সঙ্গে যুক্ত দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুুলিশ। এরা হলো রাজশাহী মহানগরীর দড়িখড়বোনা এলাকার আবদুস সাত্তারের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে জনি এবং চণ্ডিপুর এলাকার এনামুল হকের ছেলে দেলোয়ার হোসেন ওরফে দেলা। দুজনই চিহ্নিত ছিনতাইকারী।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত ৯টার দিকে এক স্কুলশিক্ষিকা রিকশায় চড়ে বাসায় ফিরছিলেন। এ সময় জাহাঙ্গীর ও দেলোয়ার রিকশার পাশে মোটরসাইকেল নিয়ে গিয়ে ওই নারীর ব্যাগ ধরে টান দেয়। তখন ওই নারী চিৎকার শুরু করেন।