আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০২-২০২০ তারিখে পত্রিকা

চট্টগ্রামে আখতারুজ্জামান ফ্লাইওভারের সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

চট্টগ্রাম ব্যুরো
| নগর মহানগর

লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত আখতারুজ্জামান ফ্লাইওভারের সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বক্তব্য রাখেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ষ আলোকিত বাংলাদেশে

চট্টগ্রাম নগরীকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তরের লক্ষ্যে নগরীর লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত আখতারুজ্জামান ফ্লাইওভারের সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প এবং পে পার্কিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন। সোমবার বিকালে লালখান বাজার জমিয়তুল ফালাহ জামে মসজিদের সামনে এ ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন সিটি মেয়র। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, বাণিজ্যিক রাজধানীর গুরুত্ব অনুধাবন করে চট্টগ্রাম নগরীতে সৌন্দর্যবর্ধনের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আখতারুজ্জামান ফ্লাইওভারের ওপর এবং নিচে চসিক অনুমোদিত নকশা অনুযায়ী সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিয়েছে চসিক। আউটসোর্সিং প্রকল্পের আওতায় নগরীর বিভিন্ন স্থানের ফ্লাইওভার, আইল্যান্ড, মিডআইল্যান্ডসহ ফুটপাত সৌন্দর্যবর্ধন কাজ করছে চসিক। অনুরূপভাবে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ফ্লাইওভারে সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের ফ্লাইওভারের নিচের ল্যান্ড স্কেপে ভাস্কর্য স্থাপন, সড়ক দ্বীপের দুই পাশে প্রাচীরঘেঁষে বাগান বা সবুজায়ন, আলোকসজ্জা, গ্রিল সংস্কার, বৈদ্যুতিক পুলে আকর্ষণীয় সৌন্দর্যবর্ধন, সিলিংয়ে আলোকসজ্জা, পে পার্কিং ও আধুনিক প্রযুক্তির ব্যবহার, অনুমোদিত স্থানে নগরবাসীর জন্য বিনামূল্যে পানি পানের ব্যবস্থা, ফ্লাইওভারকে পোস্টার, ব্যানার ও আবর্জনামুক্ত রাখা, আধুনিক গণশৌচাগার, পিলার ও স্পেনের মধ্যবর্তী স্থানে সুন্দর বাগান, টাওয়ার এলইডি ডিসপ্লে, ট্রাইভিশন, এলাইডি বক্স, টানা লাইটিং এবং ফ্লাইওভারের ওপর অ্যালুমিনিয়াম বক্স, এলাইডি বক্স ইত্যাদি থাকবে।