ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোফাজ্জাল হোসাইন টিপু আহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে নগরের কাজীর বাজার সেতু এলাকায় ছিনতাইয়ের শিকার হন তিনি।
এ সময় ছিনতাইকারীরা টিপুর ফোন হাতিয়ে নিতে গেলে তিনি বাধা দিলে তারা তার দুই পায়ে ও হাতে ছুরিকাঘাত করে। ছিনতাইকারীর ছুরির আঘাতে তার দুই পায়ের ও হাতের বেশকিছু অংশে মাংস উঠে যায় ও অবচেতন অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুই পায়ে মোট ছয়টি সেলাই দেওয়া হয়।
এ ঘটনায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি আর যাতে না ঘটে।