সিলেট বিভাগে আওয়ামী লীগকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে বিভাগের চার জেলাÑ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক কর্মী সভার আয়োজন করা হয়েছে। দলের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক এসব কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
৮ জানুয়ারি আওয়ামী লীগের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিযুক্ত হন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন শফিক। দায়িত্ব পাওয়ার পর সোমবার তিনি প্রথম সিলেট সফরে আসেন। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান জানান, সিলেট সফর কর্মসূচি ছাড়াও দলের এ সাংগঠনিক সম্পাদক আজ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল তিনি মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলা সফরে যাবেন। এ দুটি জেলায়ও পৃথকভাবে আওয়ামী লীগের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে তিনি মতবিনিময় করবেন। দলকে পুনর্গঠনের জন্যই তিনি সিলেট বিভাগের চার জেলা সফর করছেন। আট বছর পর গত ৫ ডিসেম্বর জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলা সভাপতি পদে অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান এবং মহানগর সভাপতি পদে মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের নাম ঘোষণা করা হয়। অ্যাডভোকেট লুৎফুর রহমান ছাড়া এ তিনজনই হলেন কমিটিতে নতুন মুখ। সম্মেলনের প্রায় দুই মাস অতিক্রান্ত হওয়ার পর এখনও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। সিলেট বিভাগের নতুন সাংগঠনিক সম্পাদকের হাত ধরে শিগগিরই দলের গুরুত্বপূর্ণ এ দুটি ইউনিটের কমিটি ঘোষণা হতে পারে দলীয় সূত্র আভাস দিয়েছে।
সোমবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দলের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক সিলেট সফরে আসেন।
সেখানে জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়। সফরকালে তিনি হজরত শাহজালাল (রহ.), শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলমান হজরত গাজী বুরহান উদ্দিন (রহ.)-এর মাজার জিয়ারত করেন। বিকালে তিনি সিলেট জেলা পরিষদ আয়োজিত সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় যোগ দেন।