সাংবাদিকদের মানববন্ধন
ষ হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে সাংবাদিকদের ওপর স্বার্থান্বেষী মহলের হামলা ও হুমকির প্রতিবাদে জেলা সাংবাদিক ফোরামের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ নিমতলায় মঙ্গলবার মানববন্ধন করেন সাংবাদিকরা। মানববন্ধনে সাংবাদিক জুয়েল চৌধুরী, এসএম সুরুজ আলী জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল ইসলাম সোহেলকে হুমকি দেওয়ার তীব্র নিন্দা জানান। এ সময় পথসভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, ফোরামের সাবেক সভাপতি রাসেল চৌধুরী ও শাকিল চৌধুরী প্রমুখ।
শিক্ষা উপকরণ বিতরণ
ষ নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জেলা ছাত্রলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও নীলফামারী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুবাইর হোসেন প্রামাণিক জীমের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার শিক্ষা উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক ওয়াজেদ আলী, সহকারী শিক্ষক শফিউল আলম সুজা, শিক্ষিকা আঞ্জুমান আরা, শিক্ষিকা আকলিমা আক্তার প্রমুখ।
অগ্নিকাণ্ড
ষ নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাঠুরি পশ্চিমপাড়ায় মঙ্গলবার দুই বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা বাড়ির মালিকদের। ক্ষতিগ্রস্তরা হলেন মিজানুর রহমান ও আক্কাস আলী। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিন প্রতিষ্ঠানে জরিমানা
ষ চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ চিপস ও বিস্কুট রাখায় মঙ্গলবার উপজেলার বেলচোঁ বাজারের মা ইত্যাদি স্টোরকে ৫ হাজার, মোল্লা স্টোরকে ৫ হাজার ও মেয়াদোত্তীর্ণ পিঠা, চানাচুর, মিষ্টি রাখার দায়ে বনফুল অ্যান্ড কোংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া।