আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০২-২০২০ তারিখে পত্রিকা

সাভারে তিন হাসপাতাল সিলগালা

সাভার (ঢাকা) প্রতিনিধি
| দেশ

অনিয়মের অভিযোগে সাভারে তিনটি হাসপাতাল সিলগালা করে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন অঙ্কের জরিমানা ও সতর্ক করা হয়। মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো সাভারের পৌর এলাকা গেণ্ডায় অবস্থিত ল্যাবস্টার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নিউ লাইফ কেয়ার হাসপাতাল, কর্ণপাড়া এলাকার যমুনা ডিজিটাল হাসপাতাল। এর মধ্যে যমুনা ডিজিটাল হাসপাতাল বন্ধের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা এবং ল্যাবস্টার হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহফুজ। অভিযানে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নুসরাত জাহান সাথী এবং স্থানীয় থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে সাভারের সাদাপুর এলাকায় অবস্থিত সাসকো এনার্জি বিডি নামে একটি মবিল তৈরির কারখানায় অভিযান চালিয়ে পরিবেশদূষণসহ অনুমোদন ছাড়া ঝুঁকিপূর্ণভাবে কারখানা পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আবু তালেবকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।