চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে রপ্তানি কনটেইনার জাহাজে তোলার জন্য স্প্রেডার লাগানোর সময় গাড়ির ধাক্কায় চট্টগ্রাম বন্দরের এক বার্থ অপারেট নিহত হয়েছেন। বন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বন্দরের ১১ নম্বর বার্থে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মনির। এ ব্যাপারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, জাহাজে তোলার জন্য ক্রেনের ক্যাবলের সঙ্গে যুক্ত স্প্রেডার কনটেইনার লাগানোর সময় একটি বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) ট্রেইলার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বার্থ অপারেটরের মৃত্যু হয়।