আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০২-২০২০ তারিখে পত্রিকা

শেরপুর ও সাতক্ষীরায় নিহত ৩

আলোকিত ডেস্ক
| দেশ

শেরপুরে মাইক্রোবাসচাপায় দুই এবং সাতক্ষীরায় একজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

শেরপুর : সদর উপজেলার তারাকান্দি বাজার এলাকায় মঙ্গলবার গাড়িচাপায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেনÑ তারাকান্দির শিমুলতলী এলাকার মৃত গফুর শেখের ছেলে ওয়েল্ডিংমিস্ত্রি জাফর শেখ ও একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী খুকি ওরফে পেচি। স্বজনরা জানান, তারাকান্দি বাজারের মালি শহিদুল ইসলামের স্ত্রী খুকি সকালে বাজার ঝাড়ু দিতে বাড়ি রওনা হলে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। তারাকান্দি বাজারের ওয়েল্ডিংমিস্ত্রি জাফর সারা রাত কাজ শেষে একই পথে বাড়ি ফেরার পথে গাড়িটিকে থামানোর চেষ্টা করলে তাকেও চাপা দিয়ে গাড়িচালক দ্রুত পালিয়ে যান।
সাতক্ষীরা : জেলার পাটকেলঘাটার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মঙ্গলবার হানিফ পরিবহনের ধাক্কায় পান ব্যবসায়ী আবদুস সাত্তার শেখ নিহত হয়েছেন। তিনি তালা উপজেলার কুমিরার রাড়িপাড়া গ্রামের শামসুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, কুমিরা বাজার থেকে পান কিনে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে খুলনা-সাতক্ষীরা সড়কে সাতক্ষীরাগামী হানিফ পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন। পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, নিহতের লাশ চুকনগর হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে। চুকনগর হাইওয়ে পুলিশের ওসি মাহমুদ আলম বলেন, লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।