জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাতক্ষীরা জেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিলে সোমবার কেন্দ্রীয় নেতারা শেখ ওবায়েদুস সুলতান বাবলুকে সভাপতি, অধ্যক্ষ আশেক-ই-এলাহীকে সহসভাপতি, জাকির হোসেন লস্কর শেলীকে সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজকে সদস্য করে একটি আংশিক কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটি ২০২০-এর আহ্বায়ক শেখ ওবায়েদুস সুলতান বাবলু। কাউন্সিল উদ্বোধন করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ।