আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০২-২০২০ তারিখে পত্রিকা

উখিয়ায় ৮ জুয়াড়ি ও ২ এনজিও কর্মী আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
| দেশ

উখিয়া উপজেলার উপকূলীয় এলাকা সোনারপাড়ায় জনৈক ফরিদের মালিকানাধীন ‘সোনার পাড়া রিসোর্ট’ থেকে ৮ জুয়াড়ি ও ২ এনজিও কর্মী আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ইনানী পুলিশ ফাঁড়ি এ অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়াড়িদের সঙ্গে থাকা সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ইনানী পুলিশ রাতে এ ১০ জনকে উখিয়া থানায় হস্তান্তর করেন। আটককৃতরা হলেন- নাজির, ছলিম, কামাল, খুরশিদা, আব্দুস সালাম, কায়ছার হামিদ, শামশুল আলম, মোহাম্মদ হোসাইন, শাহ আলম ও আবুল কালাম। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা নিয়মিত জুয়ার আসর, মাদকের আড্ডার পাশাপাশি অসামাজিক কার্যকলাপের নিরাপদ স্থান হিসেবে গড়ে তুলেছে এ রিসোর্টকে।