আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০২-২০২০ তারিখে পত্রিকা

ইতিহাস বিভাগ অনুমোদনের দাবি

বশেমুরবিপ্রবিতে গণস্বাক্ষর ও বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি
| দেশ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ইতিহাস বিভাগের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ষষ্ঠ দিনেও আন্দোলন ও মিছিলে মিছিলে উত্তাল রয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইতিহাস বিভাগসহ অন্য বিভাগগুলোর শিক্ষার্থীরা। এ সময় সেøাগানে সেøাগানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এর আগে তারা তাদের দাবির পরিপ্রেক্ষিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে। এদিকে, আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দোলন স্থলে গিয়ে শেষ হয়। 

বিশ্ববিদালয়ের সব ধরনের ক্লাস-ল্যাব পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক কার্যক্রমও বন্ধ করে দিয়েছেন। প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা মেরে দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ রয়েছে। ইতিহাস বিভাগের অনুমোদন দেওয়াসহ যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণায় অনড় রয়েছেন আন্দোলনকারীরা।
৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়টিতে ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ প্রদান করায় শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। বর্তমানে এ বিভাগটিতে ৪১৩ শিক্ষার্থী অধ্যয়নরত।