বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আমারি ঢাকার রয়েছে নানা প্যাকেজ। এসব প্যাকেজে বিশেষ ছাড়ে উপভোগ করা যাবে কাপল রুম, রোমান্টিক ডাইনিং, নানা পদের মজাদার খাবার, লাইভ বুফে, ব্রেকফাস্ট, ডিনার, সুইমিং পুল, স্পা ও জিম ব্যবহারের সুযোগ। আরও আছে আমায়া ফুড গ্যালারির ভ্যালেনটাইন স্পেশাল খাবার। এসব আয়োজন উপভোগ করা যাবে ১৪ ও ১৫ ফেব্রুয়ারি। বিস্তারিত জানা যাবে ০১৭৭৭৭৯৬৪৪৪ নম্বরে।