আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০২-২০২০ তারিখে পত্রিকা

রাজশাহীতে রঙ বাংলাদেশের নতুন শাখা

| নিত্যজীবন

রাজশাহীতে নতুন শাখার উদ্বোধন করছেন রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাস

ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ রাজশাহীতে তাদের ২৬তম শাখা খুলেছে। ২৭ জানুয়ারি বিকালে নতুন এ শাখার উদ্বোধন করেন রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁধন জামান ও শুভানুধ্যায়ীরা। পোশাক, অ্যাক্সেসরিজ, হোমটেক্সটাইল ইত্যাদি থাকবে নতুন এ শাখায়।
সৌমিক দাস বলেন, ফ্যাশনপ্রিয় বাঙালিকে তাদের পোশাক আর অ্যাক্সেসরিজ দিয়ে রাঙিয়ে দেওয়ার ধারা অব্যাহত রাখতে প্রত্যয়ী রঙ বাংলাদেশ। একইভাবে আমাদের লক্ষ্য রঙ বাংলাদেশের পণ্য পৌঁছে দেওয়া সবার দোরগোড়ায়। রাজশাহীতে আমাদের উপস্থিতি সেই অভিপ্রায়েরই বাস্তবায়ন। রঙ বাংলাদেশের যেসব পণ্য ঢাকায় পাওয়া যায় তা এখন রাজশাহীতেও পাওয়া যাবে। ফলে বাঁচবে সময় আর ভ্রমণের ঝক্কি। আর ঘরে বসে পেতে চাইলেও রয়েছে ব্যবস্থা। রঙ বাংলাদেশের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন। এরপর পেয়ে যাবেন ঘরে বসে। ক্যাশ অন ডেলিভারির সুযোগও আছে। প্রিয়জনদের উপহার দিতে আছে গিফট ভাউচার। 
রাজশাহীর ঠিকানা 
থিম ওমর প্লাজা (তৃতীয় তলা), দোকান : ৭, গৌরহাঙ্গা, রাজশাহী। ওয়েবসাইট : www.rang-bd.com