উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী সন্ধ্যা মুখার্জির গাওয়া গান ‘কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে’ গানটি শ্রোতা-দর্শকের কাছে আজও ভীষণ প্রিয়। অগ্রদূত পরিচালিত উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত ‘পথে হলো দেরি’ সিনেমার গান এটি। সন্ধ্যা মুখার্জির গাওয়া এ গানে ঠোঁট মিলিয়েছিলেন সুচিত্রা সেন। এখনও অনেক দর্শক এ গানের মাঝে তাদের হারিয়ে যাওয়া অতীত খোঁজেন। অনেক সংগীতশিল্পীরও ভীষণ প্রিয় এ গান। অনেক শিল্পীই অনুরোধে এ গানও গেয়ে থাকেন। ঠিক তেমনি এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী প্রিয়াংকা বিশ্বাসের ভীষণ ভালোলাগার ‘কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে’ গানটি। নিজের ভীষণ প্রিয় এ গানটি এবার গেয়েছেন তিনি নতুন করে পার্থ বড়–য়ার নতুন সংগীতায়োজনে। গানটি ইউটিউবে প্রকাশিতও হয়েছে গেল সোমবার। গানটি প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন প্রিয়াংকা বিশ্বাস। ‘পথে হলো দেরি’ সিনেমার জনপ্রিয় এ গানটি লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার। সুর-সংগীত করেছিলেন রবিন চ্যাটার্জি। গানটি প্রসঙ্গে প্রিয়াংকা বিশ^াস বলেন, ‘শ্রদ্ধেয় সন্ধ্যা মুখার্জির গাওয়া এ গানটি আমার ভীষণ ভীষণ প্রিয়। আমি অনেক কৃতজ্ঞ শ্রদ্ধেয় পার্থ বড়–য়ার কাছে আমাকে এ গানটি গাইবার সুযোগ করে দেওয়ার জন্য। ইউটিউবে গানটি প্রকাশের পর থেকে অনেকের কাছ থেকেই সাড়া পাচ্ছি। এরই মধ্যে প্রিয়াংকা বিশ্বাস বিটিভিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন। গানটি হচ্ছে, ‘আমার গানের অন্তরা আমার বাংলাদেশ।’ গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ও সুর করেছেন সুবীর নন্দী।