বড় ময়দানে সোমবার শুরু হওয়া টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১২টি স্কুল। জেলা ক্রীড়া সংস্থা সহসভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পুর সভাপতিত্বে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের দিনাজপুর শাখা ব্যবস্থাপক পীযুষ কুমার রায়। দিনাজপুর পৌরসভা উচ্চবিদ্যালয়, রয়্যাল রেসিডেন্সিয়াল স্কুল ও দিনাজপুর জিলা স্কুল ‘ক’, পুলিশ লাইন উচ্চবিদ্যালয়, দিনাজপুর একাডেমি ও সেন্ট ফিলিপস স্কুল অ্যান্ড কলেজ ‘খ’ সেতাবগঞ্জ মডেল পাইলট উচ্চবিদ্যালয়, দিনাজপুর উচ্চবিদ্যালয় ও দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ‘গ’ এবং চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ, মহারাজা গিরিজানাথ হাইস্কুল ও সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল ‘ঘ’ গ্রুপে খেলবে।