আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০২-২০২০ তারিখে পত্রিকা

আইসিসি একাদশে অধিনায়ক আকবর

স্পোর্টস রিপোর্টার
| খেলা

রোমাঞ্চকর ফাইনাল দিয়ে শেষ হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বৃষ্টি আইনে ভারতকে ৩ উইকেটে হারিয়ে ট্রফি নিয়ে আজ বাড়ি ফিরছেন লাল-সবুজ যুবারা। বরাবরের মতো টুর্নামেন্ট শেষে ব্যাটে-বলে ঝলক দেখানো তারকাদের নিয়ে সেরা একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি; সে দলের অধিনায়ক বাংলাদেশের আকবর আলী, তিনি ছাড়াও আইসিসির সেরা একাদশে আছেন আরও দুইজন, টপঅর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও মিডলঅর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপু।
সেরা একাদশে সর্বোচ্চ তিনজন করে জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন বাংলাদেশ ও রানার্সআপ ভারতের। ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের আছেন দুইজন, শ্রীলঙ্কার একজন ও দ্বাদশ খেলোয়াড় হিসেবে কানাডার একজন ক্রিকেটারের ঠাঁই হয়েছে একাদশে। টুর্নামেন্টে খুব বেশি ব্যাট করার সুযোগ হয়নি আকবরের। কিন্তু ফাইনালের অবিস্মরণীয় ৭৭ বলে ৪৩ রানের ইনিংসে ছাপিয়ে গেছেন সব। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, উইকেটের পেছনে সাবলীল, বিপর্যয়ে কা-ারির ভূমিকা নেওয়ার সামর্থ্যে অধিনায়ক করা হয়েছে তাকে। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ সেঞ্চুরি করে দল জিতিয়েছিলেন জয়, টুর্নামেন্টে ৪৬ গড়ে রান ১৮৪। শেষ চার ও কোয়ার্টার ফাইনালে দলের জয়ে ভূমিকা ছিল শাহাদাতের, ডানহাতি ব্যাটসম্যান কোয়ার্টার ফাইনালে খেলেন ৭৬ বলে ৭৪ রানের ইনিংস। আসরে তার রান ১৩১; তিন ম্যাচে অপরাজিত থাকায় গড় ১৩১!
আইসিসি সেরা যুব একাদশ : আকবর আলী (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন (বাংলাদেশ), যশস্বী জসওয়াল, রবি বিষ্ণয়, কার্তিক তাগি (ভারত), ইব্রাহিম জাদরান, শফিকুল্লাহ গাফারি (আফগানিস্তান), রবিন্দু রাসান্থা (শ্রীলঙ্কা), নাঈম ইয়ং, জেডেন সেলস (ওয়েস্ট ইন্ডিজ), আকিল কুমার (কানাডা, দ্বাদশ খেলোয়াড়)।