আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০২-২০২০ তারিখে পত্রিকা

সহজ ট্রাক এবং গোল্ডেন হারভেস্টের চুক্তি

| অর্থ-বাণিজ্য

সহজ ট্রাক এবং গোল্ডেন হারভেস্ট ফুডস লিমিটেডের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে সহজ ট্রাক গোল্ডেন হারভেস্ট ফুডস লিমিটেডের লজিস্টিক সাপোর্ট পার্টনার হিসেবে কাজ করবে। গোল্ডেন হারভেস্ট ফুডস লিমিটেডের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা, রজিনা আক্তার (এফসিএ), সহজের বাস ও ট্রাক বিভাগের পরিচালক শাকিল জোয়াদ রহিম এবং তোফায়েল আহমেদ মজুমদার এজিএম ট্রাক বিভাগ ও আনিজা বেগ ম্যানেজার করপোরেট বিক্রয় ট্রাক বিভাগ, চুক্তি স্বাক্ষরে সহজের পক্ষে উপস্থিত ছিলেন। গোল্ডেন হারভেস্টের পক্ষে মো. জাহির উদ্দিন বিক্রয় প্রধান এবং মোহাম্মেদ শাইক উল ইসলাম বুলবুল সহকারী ব্যবস্থাপক সাপ্লাই প্ল্যানিং ও প্রকিউরমেন্ট উপস্থিত ছিলেন ষ নিজস্ব প্রতিবেদক