ব্যাংক খাতে অপরাধে জড়িত পরিচালকদেরও জেল-জরিমানার বিধান যুক্ত করে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এক ব্যাংকের পরিচালক অন্য ব্যাংকের পরিচালকের সঙ্গে যোগসাজসে বেনামি বা অস্তিত্বহীন ব্যক্তি, প্রতিষ্ঠানকে ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ অনেক দিনের। কিন্তু এতদিন এ অপরাধে আইন অনুযায়ী পরিচালকদের কোনো শাস্তি ছিল না। নতুন আইনের খসড়াটি সোমবার ওয়েবসাইটে দিয়ে ২১ দিনের মধ্যে মতামত চেয়েছে বিভাগটি। খসড়ায় ৫০টিরও বেশি ধারা-উপধারা সংযোজন, পরিমার্জন ও সংযোজন করা হয়েছে।
এতদিন ব্যাংকের পরিচালকদের ঋণ নিতে ব্যক্তিগত গ্যারান্টির কোনো শর্ত ছিল না। খসড়া আইনে এ শর্ত যুক্ত করে বলা হয়েছে, ব্যক্তিগত গ্যারান্টি ছাড়া বিনা জামানতে কোনো পরিচালকের পরিবারের সদস্যকে ঋণ দেওয়া যাবে না। খসড়া আইনের ৪৬ (ঘ) ধারা নতুন সংযোজন করে বলা হয়েছে, পরিচালনা পর্ষদ কোনো ঋণ জাল-জালিয়াতি বা গুরুতর অনিয়মের মাধ্যমে অনুমোদন করলে বা অনুমোদিত ঋণ পরে বেনামি বা অস্তিত্বহীন ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির নামে দেওয়া হয়েছে প্রমাণিত হলে বা ঋণের সুবিধাভোগী বাদে অন্য কারও কাছে ঋণের অর্থ স্থানান্তর হলে বা নিজ ব্যাংকের পরিচালকের বেনামি ঋণ হিসেবে তদন্তে প্রমাণিত হলে ওই ঋণ প্রদান প্রক্রিয়ার সঙ্গে জড়িত সব কর্মকর্তা ও পরিচালকরা প্রত্যেকে দোষী বলে গণ্য হবেন।