আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০২-২০২০ তারিখে পত্রিকা

গলায় সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক
| খবর

‘গলায় সমস্যা’ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। যুবদলের সহসাংগঠনিক সম্পাদক কেএম আমিনুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। 
কেএম আমিনুল বলেন, দাদার গলায় সমস্যার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে। সে জন্য ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি অধ্যাপক আবদুস সরকার খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। সোমবার রাতে অসুস্থ শরীর নিয়ে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকেও যোগ দেন গয়েশ্বর চন্দ্র রায়। বৈঠক থেকে বেরিয়েই তিনি হাসপাতালে ভর্তি হন বলে জানান যুবদল নেতা আমিনুল।