আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০২-২০২০ তারিখে পত্রিকা

খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.) এর বার্ষিক উরস সম্পন্ন

শাহীন গোলদার, সাতক্ষীরা
| খবর

দেশ এবং জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষা সংস্কারক, সাহিত্যিক, মানবসেবাধর্মী ও আধ্যাত্মবাদী মিশনের প্রবক্তা সুফি সাধক খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.) এর ৫৬তম তিন দিনব্যাপী বার্ষিক উরস। শেষ দিন মঙ্গলবার বাদ ফজর শুরু হয়ে সকাল ৯টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। নলতা শরিফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মো. আবু সাঈদ (রংপুরী) আধা ঘণ্টাব্যাপী আখেরি মোনাজাত পরিচালনা করেন।
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা রওজা শরিফে বার্ষিক উরসের আখেরি মোনাজাতে বিভিন্ন দেশের শাখা মিশন ও স্থানীয় লক্ষাধিক মানুষ অংশ নেন। এ সময় গোটা এলাকা আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। এ সময় প্রায় ১০০ কোরআন খতম ও প্রায় এক কোটি কলেমা শরিফ বকশিশ করা হয়। পাক রওজা শরিফ, মাহফিল মাঠ, মহিলা ক্যাম্প, রাস্তা-ঘাট সর্বত্র মানুষ আর মানুষ। হজরত পীর কেবলার মাজার শরিফ ছেড়ে চলে যেতে হবে ভেবে সব ভক্তবৃন্দ কান্নায় ভেঙে পড়েন। পুরো এলাকা আল্লাহ আল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।
আখেরি মোনাজাতে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আলহাজ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবাসী ড. গোলাম মঈন উদ্দিন (নলতা শরিফ), ভারতের করাই পারসরাইয়ের খালিদ আহম্মদ, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক সভাপতি আলহাজ মুহাম্মদ সেলিমউল্লাহ, মাগুরার এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শেখর, সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সাবেক প্রতিমন্ত্রী ডা. আফতাবুজ্জামান প্রমুখ।
পীর কেবলা রচিত ভক্তের পত্র থেকে পাঠ করেন ভারত থেকে আগত অধ্যাপক গোলাম মহিউদ্দীন। আখেরি মোনাজাতসহ তিন দিনব্যাপী বার্ষিক উরস শরিফে আরও উপস্থিত ছিলেন উরস শরিফ উদযাপন কমিটির আহ্বায়ক ও পাক রওজা শরিফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ মৌলভী আনছার উদ্দিন আহমদ, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহসভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক আলহাজ কাজী রফিকুল আলম, প্রোকৌশলী ড. কাজী আলী আজম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুনসুর আহমেদ, আলহাজ মো. আবদুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) মো. আবু মাসুদ, সাবেক অতিরিক্ত সচিব আলহাজ ডা. মো. খলিল উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক রাসেল, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. ইয়াছিন আলী, কালীগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হুসেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মো. এনামুল হক খোকন, কর্মকর্তা ও অন্য ব্যক্তিদের মধ্যে আলহাজ চৌধুরী আমজাদ হোসেন, আলহাজ মো. মালেকুজ্জামান, মো. আনোয়ারুল হক, আলহাজ মো. সাইদুর রহমান, আলহাজ মো. ইউনুছ, আলহাজ আবুল ফজল, অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম, ডা. নজরুল ইসলাম, খায়রুল হাসান, শফিকুল হুদা, আলহাজ আলমগীর হোসেন, আলহাজ একরামুল রেজা, আলহাজ রবিউল হক, মো. আজিজুর রহমান, মো. শফিকুল আনোয়ার রঞ্জু, আলহাজ মো. আনারুল ইসলাম বাচ্চু, আলহাজ অহিদুজ্জামান, আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক আলহাজ এএফএম এনামুল হক, ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক আলহাজ ড. কাজী এহছানুর রহমান, ঢাকা আহ্ছানিয়া মিশনের পরিচালক (হেলথ বিভাগ) ইকবাল মাসুদ, প্রভাষক ও গবেষক মো. মনিরুল ইসলাম, মাওলানা উসমান গনি, আলহাজ হাবিবুল্লাহ (ভারত), আলহাজ হাফেজ মো. শামছুল হুদা, আলহাজ মো. আবু দাউদ, আলহাজ মো. আনিসুজ্জামান খোকন, আলহাজ ডা. আকবর আলী, আলহাজ ডা. আবুল কাশেম, মো. আনছার আলী, প্রভষক মো. মনিরুজ্জামান মহসিনসহ কেন্দ্রীয় ও দেশ-বিদেশ থেকে আগত আহ্ছানিয়া শাখা মিশনের কর্মকর্তা-কর্মচারী, সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী, চিকিৎসকরা, স্কাউট, রোভার স্কাউট, স্বেচ্ছাসেবক তথা নানা শ্রেণি-পেশার লক্ষাধিক ধর্মপ্রাণ নারী-পুরুষ ও শিশু। 
আখেরি মোনাজাত অনুষ্ঠানের পূর্বে ৩০ পারা কোরআন খতম করেন হাফেজ মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ কারি মো. কবিরুল ইসলাম। মিলাদ শরিফ, ফাতেহা ও তাওয়াল্লাদ শরিফ পাঠ করেন নলতা শরিফ শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ মাওলানা মো. আশরাফুল ইসলাম আজিজী। কেয়াম পরিবেশন করেন হবিগঞ্জের মো. আবদুর রহমান। মুর্শিদী পেশ করেন মো. শাহীন আলম, মো. আনিছুর রহমান ও গাজী আক্তার হোসেন বাচ্চু। নাত-এ রসুল পেশ করেন মো. ফিরোজ আলম।  হামদ্ পরিবেশন করেন মো. মানসুরার রহমান। আখেরি মোনাজাতের আগে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.) মাজার শরিফে সরকারি চাঁদর পেশ করা হয়। 
আখেরি মোনাজাত শেষে বেলা সাড়ে ১০টা থেকে নলতা শরিফ শাহী জামে মসজিদের দ্বিতীয় তলায় কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মিশনের সভাপতির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মো. এনামুল হক খোকনের সঞ্চালনায় পাক রওজা শরিফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ মৌলভী আনছার উদ্দিন আহমদসহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখা মিশনের এক হাজারেরও বেশি কর্মকর্তা বা সদস্য উপস্থিত ছিলেন। 
নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ এর সভাপতিত্বে অংশ গ্রহন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক, নলতা পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ,আলহাজ চৈধুরী ডা.মউনউদ্দিন আহমদ,ড.গোলাম মউনউদ্দিন,জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, ভূমি মন্ত্রলয়ের উপ-সচিব মো.আবু মাসুদ,অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট সৈয়দ ফারুক আহমে¥দ, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ,কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ ওয়াহেদুজ্জান,উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাইদ উদ্দিন হাসান,ডা.মো.শহীদুল আলম, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. আব্দুল মজিদ, যুগ্ম-সম্পাদক আলহাজ্জ মো. সাইদুর রহমান শিক্ষক, সহ-সম্পাদক আলহাজ্জ চৌধুরী আমজাদ হোসেন, মো. মালেকুজ্জামান, কোষাধ্যক্ষ আলহাজ্জ মোহাম্মদ ইউনুছ, কর্মকর্তা আলহাজ্জ ডা. মো. আকবর হোসেন, আলহাজ্জ এএইচ এম মাহফুজুল হক, মো.আবুল ফজল শিক্ষক, আলহাজ্জ মো. এনামুল হক খোকন, মো. শফিকুল আনোয়ার রঞ্জু, আলহাজ্জ ডা. মো. আবুল কাশেম. অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম,  মো. শফিকুল হুদা, ডা. মো. নজরুল ইসলাম, মো. আনছার আলী, মো.খায়রুল হাসান, মো.মোহাসিন হালদার, আলহাজ্জ মো.মুজিবর রহমান, আলহাজ্জ একরামুল রেজা,আলহাজ শফিকুল ইসলাম, মো.আনোয়ারুল হক, মো.রবিউল হকসহ নির্বাহী কমিটির কর্মকর্তাসহ কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লস্কার জায়াদুল হক প্রমূখ। 
আখেরী মোনাজাতের পূর্ব বিভিন্ন পবে অংশ গ্রহন করেন,হাফেজ মো.হাবিবুর রহমান,মাওলানা কারী আবু মুছা,মো.আব্দুর রহমান,মো.ফিরোজ আলম,মো.আকতার হোসেন বাচ্চু,মো.আনিচুর রহমান ও বি এম নজরুল ইসলাম।
এদিকে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্তৃপক্ষের কড়া নজরদারীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে ৩দিন ব্যাপী ৫৩ তম বার্ষিক উরস শরীফের সফল পরিসমাপ্তি ঘটলো।
এ দিকে বেলা সাড়ে ১০ টা থেকে নলতা শারীফ শাহী মসজিদের দ্বিতীয় তলায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের বার্ষিক সাধারন সভা অুষ্টিত হয়। উক্ত সভায় নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ এর সভাপতিতে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো.আব্দুল মজিদ সহ মিশনের আজিবন ও সাধারন সদস্যরা অপুস্থিত ছিলেন।