কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটিতে (জিআইএফএস) এবং বিএআরসিতে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হবে। একই সঙ্গে বাংলাদেশে বঙ্গবন্ধুর নামে একটি আধুনিক কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন করবে কানাডা।
সোমবার নিরাপদ খাদ্য উন্নয়নে কানাডা এবং বাংলাদেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানান সফররত কানাডার সাসকাচোয়ান সরকারের কৃষিমন্ত্রী ডেভিড মারিট। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার এবং কানাডার জিআইএফএসের চিফ অপারেটিং অফিসার স্টিভ ভিসার চুক্তিতে স্বাক্ষর করেন।
জিআইএফএস এবং কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র (বিএআরসি) টেকসই নিরাপদ খাবারের উন্নয়নে সহায়তার জন্য গবেষণা, প্রশিক্ষণ ও বিকাশের অংশীদারিত্বের কাজ করতে সম্মত হয়েছে। এরই ধারাবাহিকতায় কানাডা এবং বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সাসকাচোয়ান কৃষিমন্ত্রী ডেভিড মেরিট বলেন, কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটিতে (জিআইএফএস) এবং বিএআরসিতে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করবে। বাংলাদেশে বঙ্গবন্ধুর নামে পিয়েরে এলিয়ট ট্রুুডো একটি আধুনিক কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন করবে।
দুই দেশের গবেষণামূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতামূলক সম্পর্কের এটি একটি মাইলফলক। ভবিষ্যতে এ সম্পর্ককে আরও জোরদার করে কৃষি উন্নয়নে একসঙ্গে কাজ করব, যা নিরাপদ খাদ্য নিশ্চিতে সহায়ক হবে।
কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, কৃষি উন্নয়নের সঙ্গে দেশের সার্বিক উন্নয়ন অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ দর্শন সর্বপ্রথম উপলব্ধি করেই স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। বর্তমান সরকারও কৃষির উৎপাদন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। কৃষিবিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন নতুন জাত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক মাঠপর্যায়ে সম্প্রসারণ, শস্য বহুমুখীকরণ, আধুনিক প্রযুক্তি হস্তান্তর, শস্য নিবিড়তা বৃদ্ধি এবং সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপের ফলে বর্তমানে কৃষি উৎপাদনের ধারা ঊর্ধ্বমুখী রয়েছে।
কৃষি সচিব মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। এছাড়া সাসকাচোয়ানের উপমন্ত্রী রিক বারটন, বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোইট প্রেফোটেন প্রমুখ বক্তব্য রাখেন।