আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০২-২০২০ তারিখে পত্রিকা

সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

এসএম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ
| সুসংবাদ প্রতিদিন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠ থেকে সরিষা তুলে নিয়ে যাচ্ছেন কৃষক- আলোকিত বাংলাদেশ

সিরাজগঞ্জে এবার সরিষা চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। মাঠ থেকে এ লাভজনক ফসল তুলতে শুরু করেছেন কৃষক। নতুন সরিষা সংশ্লিষ্ট হাট-বাজারেও বিক্রি শুরু হয়েছে। দামও মোটামুটি ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটছে। 
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ৯টি উপজেলায় এবার ৫২ হাজার ৬৮৪ হেক্টর জমিতে উফশীসহ বিভিন্ন জাতের সরিষা চাষাবাদ করেছেন কৃষক। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এ সরিষা চাষাবাদ করা হয়। সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ ও শাহজাদপুর উপজেলায় সরিষা চাষাবাদ সবচেয়ে বেশি হয়েছে। জেলায় এ চাষাবাদে উৎপাদন ধরা হয়েছে প্রায় ৬০ হাজার মেট্রিক টন। উফশী, বারি ১৪ ও ১৫ জাতের সরিষার ফলন অনেক ভালো। গেল মাসের শেষ সপ্তাহ থেকে কৃষক মাঠ থেকে সরিষা তুলতে শুরু করেন। কৃষক কৃষানিরা উঠান, মাঠ ও ঘরের চালে শুকানোর পর তা মাড়াই করছেন। স্থানীয় কৃষক বলছেন, জেলার নওগাঁ, তালগাছি, সলংগা, পাঙ্গাসী, রানীরহাট, বয়লা, বড়হর, মোহনপুরসহ অনেক হাটবাজারে এ নতুন সরিষা আমদানি এখন বেশি। নতুন সরিষা এসব হাটবাজারে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা মণ দরে বিক্রি করা হচ্ছে। চাটাই ও ফড়িয়া বেপারিরা এখন এসব হাটবাজারে সরিষা ক্রয় করছেন। খরচ বাদে এখন অনেক লাভও দেখা যাচ্ছে। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুল হক বলেন, গেল বছরের চেয়ে এবার জেলায় সরিষা চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। দামও এখন মোটামুটি ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। চলতি মাসের শেষ দিকে সরিষার দাম আরও বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।