মঙ্গলবার দুপুর সোয়া ১টায় বসানো হলো পদ্মা সেতুর ২৪তম স্প্যান। শরীয়তপুরের ছবি- আলোকিত বাংলাদেশ
পদ্মা সেতুর ২৪তম স্প্যান বসানোর মধ্যদিয়ে দৃশ্যমান হলো ৩ হাজার ৬০০ মিটার। মঙ্গলবার দুপুর সোয়া ১টায় ‘৩-এফ’ নামের স্প্যানটি শরীয়তপুরের জাজিরা প্রান্তের ৩০ ও ৩১ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে। ২৩তম স্প্যান বসানোর ৯ দিনের মাথায় ২৪তম স্প্যানটি স্থাপন করা হলো।
পদ্মা সেতুর উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, সকাল সাড়ে ৯টায় ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের ২৪তম স্প্যানটি বসানোর জন্য ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেনে করে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে জাজিরা প্রান্তের ৩০ ও ৩১নং পিলারের কাছে নিয়ে আসা হয়। এরপর সব প্রক্রিয়া শেষে দুপুর সোয়া ১টায় স্প্যানটি পিলারের ওপর স্থাপন করা হয়েছে। এর আগে চলতি মাসের ২ তারিখে ৩১ও ৩২ নম্বর পিলারের ওপর বসানো হয়েছিল ২৩ নম্বর স্প্যান। পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৭ শতাংশ হলেও মূল সেতু নির্মাণের অগ্রগতি ৮৬ শতাংশ। কাজ যেভাবে এগিয়ে চলছে, তাতে করে আমরা আশা করছি ২০২১ সালের জুলাই মাসের ৩১ তারিখের মধ্যে সেতুসংশ্লিষ্ট সব কাজ সম্পন্ন করা সম্ভব হবে।