আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০২-২০২০ তারিখে পত্রিকা

যুবাদের বিশ্বকাপ জয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
| প্রথম পাতা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিশ্বকাপ জয় উদযাপনে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করে ছাত্রলীগ- আলোকিত বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ায় তাদের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বর্ণাঢ্য ‘বিজয় মিছিল’ বের করে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা। মিছিল বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকা, টিএসসি সংলগ্ন সড়ক ঘুরে অপরাজেয় বাংলার পাদদেশে এসে শেষ হয়। বিজয় মিছিলে নেতৃত্ব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এতে প্রায় সহস্রাধিক ছাত্রলীগের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় শিক্ষার্থীদের মুহুর্মুহু করতালি আর সেøাগানে সেøাগানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস। মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘যুবাদের বিশ্ব জয়/শেখ হাসিনার বিশ্বজয়’, ‘বাংলাদেশ, বাংলাদেশ’, ‘তোমার আমার ঠিকানা/পদ্মা,  মেঘনা, যমুনা, ‘আমি কে তুমি কে/বাঙালি বাঙালি’, ‘আমার নেত্রী, তোমার  নেত্রী/শেখ হাসিনা, শেখ হাসিনা’ ইত্যাদি সেøাগান দেওয়া হয়।
মিছিলের মধ্য থেকে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদা পারভীন বলেন, ভারত চার চারবার অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন দল। তাদের বিরুদ্ধে আমাদের যুবাদের ম্যাচ জেতা খুবই চ্যালেঞ্জিং ছিল। বাংলাদেশ যে নেপুণ্যের পরিচয় দিয়েছে, সত্যি অতুলনীয়। আমরা তাদের এ পারফরমেন্সে সত্যিই গর্বিত।
ডাকসুর সদস্য ও ছাত্রলীগ নেতা তিলোত্তমা শিকদার তরুণ ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে বলেন, এ বিজয়টার জন্যই আমরা এতদিন অপেক্ষায় ছিলাম। ক্রিকেটে ভারতের সঙ্গে আমাদের দুর্ভাগ্যজনক হারের যে ইতিহাস রয়েছে, এ বিজয় সেই ইতিহাসকে মুছে দিয়েছে। এ বিজয়ে আমরা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবাদের অভিনন্দন জানাই।
মিছিল শেষে ছাত্রলীগ সভাপতি জয় বলেন, যুবাদের এ গৌরবোজ্জ্বল বিজয়ে ছাত্রলীগের পক্ষ থেকে তাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। শেখ হাসিনা ক্রীড়াবান্ধব, যার অনুপ্রেরণায় আজকে বিশ্বজয় সম্ভব হয়েছে। সেজন্য আমরা তাকে ও আমাদের যুবাদের অভিনন্দন জানাই।