বরিশাল থেকে স্বরূপকাঠি রুটে মঙ্গলবার ট্রাকসহ বেইলি সেতু ভেঙে খালে পড়ে যায়- আলোকিত বাংলাদেশ
পাথর বোঝাই ট্রাকসহ বেইলি সেতু ভেঙে খালে পড়ায় বরিশালের সঙ্গে বানারীপাড়া স্বরূপকাঠি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার ভোর ৭টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের মাধবপাশা বাজার সংলগ্ন বেইলি সেতুটি ভেঙে গেলে এ অচলবস্থার সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ওই রুটের সাধারণ মানুষ। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, সেতুটি যান চলাচল উপযোগী করতে এক সপ্তাহ সময় লাগতে পারে।
স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম জানান, ১২ চাকার একটি ট্রাক পাথরবোঝাইসহ পার হওয়ার সময় সেতুর মাঝ বরাবর ভেঙে পড়ে। ফলে এ সড়ক দিয়ে বানারীপাড়া ও স্বরূপকাঠি উপজেলায় যানবহন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, মাধবপাশা বাজার সংলগ্ন খালটিতে প্রায় এক দশক আগে সেতু নির্মাণ শুরু হলেও এখনও শেষ হয়নি। সেতু নির্মাণ কাজ শুরুর সময় বিকল্প পথে যানবাহন চলাচলের জন্য বেইলি সেতুটি স্থাপন করা হয়েছিল। একদশকে এ সেতুটি নড়বড়ে হয়ে যায়। ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার হতো।
মঙ্গলবার দুপুরে সরেজমিন দেখা গেছে, বেইলি সেতুর দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। উদ্ধার কাজ চলছে। তবে দুই পাশেই থ্রি হুইলার এ সুযোগে যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া নিচ্ছে। কোনো কোনো যাত্রী আবার নৌকায় খাল পার হচ্ছেন।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, ব্রিজের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পাথরবোঝাই করে ট্রাকটি পারাপারের কারণে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে বরিশাল, বানারীপাড়া ও বাবুগঞ্জের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এ ব্যাপারে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান বলেন, বেইলি সেতু পুনঃস্থাপন করতে আরও ৫/৬ দিন সময় লাগবে। এসময়ে বিকল্প যোগাযোগ স্থাপন করতে না পারায় খেয়া পারাপার করতে হবে।