আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০২-২০২০ তারিখে পত্রিকা

বই কিনতে সুদমুক্ত ঋণ দেবে আইপিডিসি

নিজস্ব প্রতিবেদক
| শেষ পাতা

শিল্পকারখানা, ছোট বড় উদ্যোগ, ঘর-বাড়ি নির্মাণ, ফ্ল্যাট ক্রয় করতে ঋণ দেয় সবাই। কিন্তু জ্ঞান আহরণে বই কেনার ঋণ! এটা তো ছিল কল্পনার বাইরে। সেই কল্পনাকে বাস্তবে রূপ দিতে যাত্রা শুরু করল আইপিডিসি ফাইন্যান্সের বই কেনার ঋণ প্রডাক্ট ‘সুবোধ’। সোমবার অমর একুশে গ্রন্থমেলায় নতুন বইয়ের ঘ্রাণে সুবোধ জাগুক প্রাণে সেøাগানে নতুন প্রডাক্টটি চালুর ঘোষণা দেন আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম।
এটি প্রথমবারের মতো দেশে বই কেনার জন্য সুদমুক্ত ঋণ। ১৮ বছর বা তার বেশি বয়সের সব নাগরিক (ছাত্রছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী, পেশাজীবী) এ ঋণ নিতে পারবেন। ঋণ গ্রহণের জন্য জাতীয় পরিচয়পত্র এবং স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট আইডি আর বাকিদের জন্য অফিসিয়াল আইডি/ভিজিটিং কার্ড লাগবে। ঋণগ্রহিতারা মেলাজুড়ে বই কিনতে পারবেন। তারপর পরের মাস থেকে তিন কিস্তিতে টাকা শোধ করতে হবে। বই কেনার প্রথম ঋণ গ্রহণ করেন কণ্ঠশিল্পী পার্থ বড়–য়া। এছাড়াও মুনির হাসান, আরিফ আর হুসাইন, রশিদ খান, রিদওয়ান হাফিজ, তাজদিন হাসানসহ অনেকেই নিয়েছেন এ ঋণ। বইমেলার শেষ দিন পর্যন্ত মেলায় আইপিডিসি ফাইন্যান্সের স্টল থেকে আবেদনপত্র সংগ্রহ ও পূরণ করে ঋণ গ্রহণ করা যাবে। একজন সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। পরিশোধ করা যাবে পরবর্তী তিন মাসে।