আজকের পত্রিকাআপনি দেখছেন ১৪-০২-২০২০ তারিখে পত্রিকা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সারোয়ার ফের রিমান্ডে

চট্টগ্রাম ব্যুরো
| নগর মহানগর

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিতি পাওয়া সারোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এবার তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন মুরাদের আদালত এ আদেশ দিয়েছেন। 

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান বলেন, চাঁদাবাজির অভিযোগে বায়েজিদ থানায় দায়ের হওয়া মামলায় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড আদেশ প্রদান করেন। 
প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি কাতার থেকে দেশে এলেই সারোয়ার ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়। ওই দিন রাতে তাকে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়। ৯ ফেব্রুয়ারি ভোর রাতে বায়েজিদের   খোন্দকারাবাদ কালু মুন্সীর বাড়ির আবদুল কাদেরের বাড়ির উত্তর পাশে মাটির নিচে বিশেষ কৌশলে লুকানো একটি একে ২২ রাইফেল, ৩০ রাউন্ড গুলি, দুটি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বলে জানায় পুলিশ। ১০ ফেব্রুয়ারি অস্ত্র উদ্ধারের ঘটনায় সাত দিনের রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড আদেশ দিয়েছেন। পুলিশ সারোয়ারকে ১১ ফেব্রুয়ারি কারাগার থেকে নিজেদের  হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ১২ ফেব্রুয়ারি আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।