আজকের পত্রিকাআপনি দেখছেন ১৪-০২-২০২০ তারিখে পত্রিকা

মালদ্বীপের নতুন হাইকমিশনার নাজমুল হাসান

কূটনৈতিক প্রতিবেদক
| নগর মহানগর

রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসানকে মালদ্বীপের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান ১৯৮৬ সালে বাংলাদেশ নৌবাহিনীতে  যোগ দেন। তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। নাজমুল হাসান পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে নৌবাহিনীর ফ্লিটের কমান্ডারের দায়িত্বে ছিলেন। নাজমুল হাসান বর্তমান রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল আখতার হাবীবের স্থলাভিষিক্ত হবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।